আবারও মেসির ইতিহাস। দেখালেন বাঁ পায়ের জাদু

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল বিশ্বের এক নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ড তৈরি করা। টরন্টো এফসির বিরুদ্ধে খেলতে নেমেও তার ব্যতিক্রম হলো না।

রবিবার টরন্টো এফসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইন্টার মায়ামির ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। বাঁ পায়ের দুর্দান্ত এক হাফ-ভলিতে টরন্টোর গোলরক্ষক শন জনসনকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান মেসি।

এর আগে ম্যাচের প্রথমার্ধে মেসি আরও একটি গোল করেছিলেন, কিন্তু ভিএআর রিভিউয়ের মাধ্যমে সেই গোলটি বাতিল করা হয়। মাঠের খেলায় দেখা যায়, টরন্টো এফসি প্রথমার্ধে তুলনামূলকভাবে ভালো খেলছিল এবং ইতালির প্রাক্তন তারকা ফেডেরিকো বার্নারডেস্কির গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু মেসির এই গোল বিরতির আগে ইন্টার মায়ামিকে ম্যাচে ফিরিয়ে আনে।

এই গোলের মাধ্যমে মেসি ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারী খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখালেন। তার মোট গোল অবদান এখন ৪৪টি। এর আগে এই রেকর্ড ছিল তারই স্বদেশী এবং প্রাক্তন সতীর্থ গঞ্জালো হিগুয়েনের, যা ছিল ৪৩টি। এর আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল করে হিগুয়েনের সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি।

মাত্র ২৯টি এমএলএস নিয়মিত মৌসুমের খেলায় মেসির গোল সংখ্যা এখন ২৪ এবং অ্যাসিস্টের সংখ্যা ২০। যেখানে হিগুয়েন ৬৭টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.