ক্রীড়া প্রতিবেদক
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে আবাহনী হোম ম্যাচে পরাজিত হয়েছে। কাগজে-কলমে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড এগিয়ে ছিল। মাঠেও সেটা প্রমাণ হয়েছে। ২-০ গোলে জিতে মুরাস মূল পর্বে খেলবে।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথমার্ধে মুরাসকে আটকে রেখেছিল মারুফুল হকের দল আবাহনী। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে আবাহনী। ৪৮ মিনিটে গোল করেন কিরগিজ ক্লাবটির আতায় জুমাশেভ।
গোল শোধের তেমন সুযোগ তৈরি করতে না পারা আবাহনী ওই ১-০ গোলেই হারতে যাচ্ছে এমনটা মনে হচ্ছিল। তবে যোগ করা সময়ে গোল খাওয়ায় আবাহনীর হারের ব্যবধান বড় হয়েছে। ৯২ মিনিটের গোলটিও করেন আতায় জুমাশেভ।
এ ম্যাচ দিয়ে আবাহনীর জার্সিতে অভিষেক হয়েছে মোহামেডানের দিয়াবাতে, বসুন্ধরা কিংসের মোরসালিন ও পুলিশ এফসির কাজেম শাহ’র। নতুন মৌসুম আবাহনীর শুরুটা হলো আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ক্লাব লাইসেন্স করতে ব্যর্থ হওয়ায় তাদের পরিবর্তে চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় আবাহনী।