ক্রীড়া প্রতিবেদক
আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠলো মোহামেডান। শনিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে তাদের চির প্রতিদ্বন্দ্বীদের। অধিনায়ক সোলেমান দিয়াবাতে করেন মোহামেডানের জয়সূচক গোল।
নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বিদেশি ছাড়া খেলেছে আবাহনী। পরিবর্তিত পরিস্থিতিতে কোনোমতে দল গড়লেও দেশিদের নিয়ে এবার ভালো ফাইট দিয়েছে একেএম মারুফুল হকের দল। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবাহনী ভালোই লড়াই করেছিল। শেষদিকে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল আবাহনী। তবে সুযোগে পেয়েও সমতায় ফিরতে পারেনি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে বাঁ প্রান্ত থেকে বক্সের ভেতর একটি ক্রস হয়। মালির দীর্ঘদেহী ফুটবলার দিয়াবাতে লাফিয়ে আবাহনীর ডিফেন্ডারকে পরাস্ত করে হেডে বল জালে জড়ান। গ্যালারিতে সাদা-কালো জার্সিধারী সমর্থকরা উল্লাসে মাতেন। এই জয়ে মোহামেডান তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে উঠে গেলো সবার ওপরে। এ নিয়ে মোহামেডান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারালো আবাহনীকে। গত মৌসুমের দুই ম্যাচের একটি ২-২ গোলে ড্র হয়েছিল, আরেকটিতে মোহামেডান জিতেছিল ২-১ গোলে। অন্যদিকে দুই ম্যাচ জয়ের পর প্রিমিয়ার লিগে প্রথম হার দেখলো আবাহনী।