ক্রীড়া প্রতিবেদক
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৭-১ গোলের ব্যবধানে হারায় আকাশী-নীলরা। এ জয়ে লিগে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকল শিরোপা প্রত্যাশী আবাহনী। দুই তরুণ মোহাম্মদ আব্দুল্লাহ এবং ওবায়দুল হোসেন জয়ের জোড়া গোলে এ জয় তুলে নেয় দলটি। এছাড়া আবাহনীর রাকিবুল হাসান রকি, হুজাইফা হোসেন এবং ভারতের শিশে গাওয়াদ একটি করে গোল করেন। খেলায় অ্যাজাক্সের একমাত্র গোলটি করেন ভারতের সিলহেইবার লিশাম।
ম্যাচের প্রথম মিনিটেই লিশামের ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। ১৩ মিনিটে জয়ের গোলে সমতায় ফেরে আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারে একের পর এক পেনাল্টি কর্নার তুলে নেয় আবাহনী। কিন্তু অ্যাজাক্সের গোলরক্ষক আজিম উদ্দিন এবং রক্ষণের দৃঢ়তায় গোলবঞ্চিত থাকে আবাহনী। তবে পেনাল্টি কর্নার থেকে গোল না পেলে দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে আবারো গোল আকাশী-নীলের। শিশে গাওয়াদের ফিল্ড গোলে অ্যাজাক্সের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। ২৯ মিনিটে আবারো গোল আব্দুল্লাহর। আবাহনী এগিয়ে যায় ৪-১ গোল ব্যবধানে।
তৃতীয় কোয়ার্টারে আবাহনীর সঙ্গে সমানতালে লড়েও গোল তুলে নিতে পারেনি অ্যাজাক্স। উল্টো ৩৮ মিনিটে জয় গোল করলে ব্যবধান হয় ৫-১ গোলের। ৪৩ মিনিটে রাকিবুল রকির গোলে অ্যাজাক্সের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নেয় আবাহনী ৬-১। পরের মিনিটে হুজাইফা গোল করে ব্যবধান বাড়িয়ে নেন ৭-১ গোলে। চতুর্থ কোয়ার্টার ছিল গোলশূন্য।