ক্রীড়া প্রতিবেদক
মিরপুরে ওয়ানডে সিরিজে পাত্তা পায়নি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তারাই এবার টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলকে পাত্তা দিচ্ছে না। সিলেটে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। শনিবার দ্বিতীয় টি-২০তে জিতেছে ৪৭ রানের বড় ব্যবধানে। এক ম্যাচ হাতে থাকতে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজ হেরেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাত্র ১২ রানে হারলেও, একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশ নারীদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। সফরকারীদের করা ১৩৪ রানের জবাবে ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশ নারী ক্রিকেট দল অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে।
যার ফলে ৪৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। চারে নেমে শারমিন আক্তার ৩৮ রান করেন। স্বর্ণা আক্তার ২০ রান যোগ করেন। আর কেউ পাননি বলার মতো রান। সে সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হলো। শেষ ম্যাচ হারলেই নিশ্চিত হবে ধবলধোলাই।