আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

শাহিন শাহ আফ্রিদির বোলিংয়ের পর দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের ব্যাটিং নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ডকে। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে জিতেছিলো।

ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে আয়ারল্যান্ড। সিরিজ জয়ের জন্য ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩টি চারে ১৪ রান করেন ওপেনার সাইম আইয়ুব। সতীর্থ হারানোর পর বাবরকে নিয়ে আয়ারল্যান্ড বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলে ৩০ বলে টি-টোয়েন্টিতে ২৮তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। তার ঝড়ো অর্ধশতকে ১১তম ওভারে ১শ রান পেয়ে যায় পাকিস্তান।

১৪তম ওভারে ৪টি ছক্কায় ২৫ রান তুলে টি-টোয়েন্টিতে রেকর্ড ৩৯তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন ১৯ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়া বাবর। ভারতের বিরাট কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক বাবর। ১৫তম ওভারে দলীয় ১৫৫ রানে মার্ক অ্যাডায়ারের শিকার হন ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৫৬ রান করা রিজওয়ান। বাবর-রিজওয়ান জুটিতে ৭৪ বলে ১৩৯ রান যোগ করেন।

১৬তম ওভারে বাবরও থামলে, পাকিস্তানের জয় পেতে সমস্যা হয়নি। ১৭ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ৬টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে ৭৫ রান করেন বাবর। ১টি চার ও ২টি ছক্কায় ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন আজম খান। ম্যাচ সেরা হয়েছেন শাহিন শাহ। আগামী ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.