ক্রীড়া প্রতিবেদক
তীর ধনুকের জমজমাট লড়াইয়ে শেষ হয়েছে আরচ্যারীর জাতীয় লীগ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ ছিল প্রতিযোগিতার শেষ দিন। ৬০ পয়েন্ট নিয়ে রিকার্ভ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। বিমান বাহিনী রানার্স আপ হয়েছে ৫৬ পয়েন্ট নিয়ে।
এদিকে ৫৬ পয়েন্ট পেয়ে কম্পাউন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। রিকার্ভ এর মত কম্পাউন্ড ইভেন্টেও রানার্স আপ হয়েছে বিমান বাহিনী। ৫০ পয়েন্ট স্কোর করেছে তারা। রিকার্ভ ও কম্পাউন্ড দুটিতেই তৃতীয় হয়েছে আনসার। প্রতি বছরের মতো এবারও লিগের ৪ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দেশ সেরা ৮টি করে দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বছরের শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। চার রাউন্ডের মোট স্কোরের উপর দলগুলোর পজিশন নির্ধারিত হয়।
প্যারিস অলিম্পিকে খেলেছেন সাগর ইসলাম। বিকেএসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় লীগে। দলকে চ্যাম্পিয়ন করতে পেরে আনন্দিত সাগর জানিয়েছেন লীগের খেলার কারণে দল হিসেবে শক্তিশালী হয়ে উঠছেন তারা। জাতীয় লীগের অনেক উপকার দেখছেন কম্পাউন ডিভিশনে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর আরচ্যার মিঠু রহমান। আরচ্যারদের পারফরমেন্সে খুশি হেড কোচ মার্টিন ফ্রেডরিক।