আরচ্যারী জাজেস সেমিনার-কোচেস কোর্সের সনদ বিতরণ

ক্রীড়া প্রতিবেদক

দেশের আরচ্যারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। নতুন নতুন আরচ্যার তুলে আনার লক্ষ্যে ভালো মানের কোচ তৈরীর দিকে মনযোগ দিয়েছে ফেডারেশন। প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডরিকের তত্ত্বাবধানে গত ৫ থেকে ৯ নভেম্বর টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারী কোচেস কোর্স সম্পন্ন হয়। কোর্সে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ১২ জন অংশ নেয়। কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় সাতজন উত্তীর্ণ হয়ে ন্যাশনাল লেভেল-১ আরচ্যারী কোচ হিসেবে ফেডারেশনের অধীনে এক্রিডিটেড হওয়ার যোগ্যতা অর্জন করে।

এছাড়া গত বছরও কোচেস কোর্স থেকে সাতজন পরীক্ষায় উত্তীর্ণ হয়। কোচেস কোর্স ছাড়াও গত ২৮ থেকে ৩০ নভেম্বর আরচ্যারী জাজেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে ৩৮ জন অংশ নিয়ে পরীক্ষা শেষে ১৩ জন উত্তীর্ণ হয়ে ফেডারেশনের অধীনে এক্রিডিটেড হওয়ার যোগ্যতা অর্জন করে।

জাজেস সেমিনার ও কোচেস কোর্সে উত্তীর্ণ ২৭ জনের মাঝে সনদ বিতরণ করেন আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এ সময় উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, আরচ্যারী কোচেস ও জাজেস উন্নয়ন সাব কমিটির সদস্য সচিব মোঃ রফিক এবং ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.