ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিকদের কাছে হেরেছে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর নতুন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির পেনাল্টি গোলে ব্যবধান কমিয়েছিল চার মাস পর মাঠে নামা বাংলাদেশ। তবে ম্যাচে আর ফিরতে পারেনি। উল্টো তৃতীয় গোল খেয়ে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে পিটারের নতুন দলটি।
২ মার্চ দুই দেশ আন অফিসিয়াল দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে। দুই দেশের জাতীয় দলের এটাই ছিল প্রথম দেখা। আগে বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছিল বাংলাদেশ। গত বছর অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে চার ম্যাচ খেলে তিনটি জিতেছিল সাবিনারা। ড্র করেছিল এক ম্যাচ। চার মাস পর মাঠে নেমে সহজে হার মানলো মধ্যপ্রাচ্যের দেশটির কাছে।
বাংলাদেশ আরব আমিরাত সফর করছে সিনিয়র ফুটবলার ছাড়াই। সাবিনা,কৃষ্ণা সহ ১৮ ফুটবলার বৃটিশ কোচ পিটার বাটলারকে বর্জন করছেন। বাফুফে বাটলারকেই কোচ রাখায় সিনিয়র ফুটবলার অনুশীলনে যোগ দেননি। তাই কোচ বাধ্য হয়ে অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই দুবাই সফর করেন। আজ বেশ কয়েকজন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলেছেন।