আর্সেনালের স্বপ্ন ভেঙে সেমিতে বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ৪ বছর পর সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ ছিল ২-২ সমতার। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি। অপরদিকে ২০০৯ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার সুযোগ পেয়েছিল আর্সেনাল। এরপর কেটে গেছে ১৪ বছর। অবশেষে এবার গানারদের সামনে দারুণ একটি সুযোগ এসেছিল। সেটিই পণ্ড করে দিলো বায়ার্ন।

আর্সেনালের মাঠ থেকে বায়ার্ন ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছিল। দারুণ ফুটবল উপহার দিতে থাকা গানাররা বায়ার্নের মাঠে জয়ের স্বপ্ন ও অঙ্ক দুটিই কষেছিল। বলের দখল, আক্রমণে সমান-সমানে থেকে প্রথমার্ধ শেষও করে মিকেল আর্তেতার দল। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনাল। ম্যাচের ৬৩ মিনিটে হেড থেকে গোল করেন জসুয়া কিমিখ। তার উড়ে এসে করা হেডে বিদায় নিয়েছে গানাররা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।

শেষ চারে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। সেমিফাইনালের প্রথম লেগে আগামী ৩০ এপ্রিল ও দ্বিতীয় লেগে ৭ মে মুখোমুখি হবে দুই দল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানির আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্রান্সের পিএসজি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.