ক্রীড়া প্রতিবেদক
আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু শেষ পর্যন্ত আরব আমিরাত আসছে না বাংলাদেশে। নতুনকরেআলোচনায়ইন্দোনেশিয়ারনাম।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ’আমরা এখনো লিখিত কিছু পাইনি। তবে সংযুক্ত আরব আমিরাত ফুটবল ফেডারেশন মৌখিকভাবে নেতিবাচক কথা জানিয়েছে। তারা আসতে পারবে না। যে কারণে ম্যাচ দুটি আর হচ্ছে না।’
আরব আমিরাত না করে দেওয়ায় বাফুফে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। নতুন প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়ার নাম সামনে চলে এসেছে। আবু নাইম সোহাগ বলেছেন, ‘যেহেতু মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য খুব মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমরা খুব করে চাচ্ছিলাম এ মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে যাওয়ার আগে যেন দল প্রীতি ম্যাচ খেলতে পারে। এজন্য আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে ইন্দোনেশিয়ায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে আমরা নেপালে যাবো। নয়তো ইন্দোনেশিয়াকে ঢাকায় এনে অন্তত একটা ম্যাচ খেলবো।’
ভারতের নিষেধাজ্ঞা বহাল থাকলে এবারের সাফ হবে ছয়টি দেশ নিয়ে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে (এই গ্রুপেই আছে নিষেধাজ্ঞায় থাকা ভারত)। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের।