ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরেছে টাইগাররা। ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৬৪ রানের জবাবে দশ বল আগেই বাংলাদেশ অলআউট হয় ২২৭ রানে।

ধরমশালায় ইংল্যান্ডের ৩৬৫ রানের টার্গেটে প্রথম ওভারে দারুন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। প্রথম ওভারেই টানা তিনটি চার আসে তার ব্যাট থেকে। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই বিপর্যয়ের শুরু বাংলাদেশের। ইংলিশ বলার রেসে টোপলের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। পরপর দুই বলে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে আউট করেন তিনি। তানজিদ হাসান ১ রানে ও শান্ত কোন রান না করেই আউট হয়েছেন।

অধিনায়ক সাকিব আল হাসানও টোপলের শিকার হয়েছেন। তার বল একদমই বুঝতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। নয় বল খেলে ১ রান করে আউট হয়েছেন সাকিব। ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজও সুবিধে করতে পারেননি। ৮ রান করে ফিরে গেছেন তিনি। ৪৯ রানের চার উইকেট হারিয়ে বাংলাদেশের ম্যাচ সেখানেই শেষ। তবে দারুন ব্যাট করে যাচ্ছিলেন লিটন দাস। কিন্তু ৬৬ বলে ৭৬ রানে আউট হয়েছেন লিটন। এরপর বাংলাদেশের লক্ষ্য ছিল পরাজয়ের ব্যবধান কতটা কমানো যায়। সেই লক্ষ্যে মুশফিকুর রহিম ৫১ রান করে আউট হয়েছেন। তৌহিদ হৃদয় করেন ৩৯ রান। এরপর মেহেদী হাসানের ১৪, তাসকিন আহমেদের ১৫, শরিফুল ইসলামের ১২ ও মোস্তাফিজের ৩ রানে ১০ বল বাকি থাকতেই বাংলাদেশ অল আউট হয় ২২৭ রানে। ইংলিশ বোলার টোপলে ৪৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ১০৭ বলে ১৪০ রান করেছেন উদ্বোধনী ব্যাটার ডেভিড মালান। আরেক ওপেনিং ব্যাটার জনি বেয়ারস্টো করেছেন ৫২ রান। জো রুট ৬৮ বলে ৮২ রান করেন। বাংলাদেশের মেহেদী হাসান চারটি ও শরিফুল ইসলাম তিন উইকেট নেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.