ক্রীড়া প্রতিবেদক
হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে জাগরণ হয়েছে। এরপর ফাহামিদুল, সোমিত সোমের অন্তর্ভূক্তি দেশের ফুটবলে দিয়েছে ভিন্ন মাত্রা। তাদেরকে দেখে বাংলাদেশ নিয়ে আগ্রহ তৈরী হয়েছে বিদেশে বসবাস করা বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলাদের। তাদের মধ্য থেকে আগামী দিনের হামজা খুজে বের করতে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২৮, ২৯ ও ৩০ জুন এই তিন দিন জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল অনুষ্ঠিত হবে। ১৪টি দেশের ৫২ জন ফুটবলার ট্রায়ালে অংশ নেবেন। ইংল্যান্ড থেকে সবচেয়ে বেশি ২০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রায়ালে অংশ নেবেন। এছাড়া আমেরিকা থেকে ১৪জন, সুইডেন থেকে ৫ জন, কানাডা থেকে ২ জন এবং ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রায়ালে অংশ নেবেন।
বয়সসীমা হচ্ছে ১৪ থেকে ২৭ বছর। দুই দিন ফুটবলারদের পরখ করবে বাফুফের বিশেষজ্ঞ প্যানেল। এরপর প্রবাসী ফুটবলারদের নিয়ে ৩০ জুন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাছাই করা ফুটবলারদের নিয়ে বাফুফের কি পরিকল্পনা সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যাচ নাসের শাহরিয়ার জাহেদী।
দেশের নামী দামী কোচরা থাকছেন বাছাই কার্যক্রমে। আর ৫২ জন ফুটবলারকে কিভাবে ট্রায়ালে সুযোগ দেয়া হলো জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
৩০ জুন প্রবাসী ফুটবলারদের নিয়ে যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে সব ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে। সেখানে থেকে পছন্দের ফুটবলারকে নিতে পারবে ক্লাবগুলো।ফুটবল ফেডারেশন আশা করছে এই ট্রায়াল থেকে অনেক প্রতিভাবান ফুটবলার পাওয়া যাবে যাদের বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২৩ দলে অন্তর্ভূক্ত করা যাবে।