ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে মুখিয়ে আছে ইংল্যান্ড-পাকিস্তানের খেলোয়াড়রা। বিশ্বকাপের আগে মাঠে নামার সুযোগ হাতছাড়া না করতে মুখিয়ে উভয় দল। বার্মিংহামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
লিডসে গত বুধবার দিনের বেশিরভাগ সময় জুড়েই বৃষ্টি থাকায় সিরিজের প্রথম ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের বেশ আগেই পরিত্যক্ত হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলছে ইংল্যান্ড-পাকিস্তান। বিশ্বকাপে কোন অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে না ইংল্যান্ড-পাকিস্তান। এজন্য এই সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য দু’দলের।
এমন অবস্থায় প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হতাশ ইংল্যান্ড-পাকিস্তানের খেলোয়াড়রা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছে দু’দল। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘বিশ্বকাপের আগে কোন ম্যাচ খেলতে না পারা হতাশার। আশা করি, দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবো এবং পুরো ম্যাচ খেলে নিজেদের ভালোভাবে প্রস্তুত করবো।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ হাতছাড়া করতে চায় না ইংল্যান্ড। দলের ওপেনার ফিল সল্ট বলেন, ‘বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সিরিজের বাকী তিন ম্যাচ খেলে নিজেদের ভালেভাবে ঝালিয়ে নিতে চাই।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড। এর মধ্যে পাকিস্তানের জয় ৯ ম্যাচে এবং ইংল্যান্ডের জয় ১৮ ম্যাচে। ২টি ম্যাচ পরিত্যক্ত ও ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ইংলিশরা।