ক্রীড়া প্রতিবেদক
ওল্ড ট্রাফোর্ডের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকলো আর্সেনাল। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে এক পয়েন্টে পিছনে ফেলে আবারো টেবিলের শীর্ষে ফিরেছে গানার্সরা। লিয়ান্ড্রো ট্রোসার্ড ২০ মিনিটে জয়সূচক গোলটি করেন।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হাতে এখনো শিরোপা ধরে রাখার সম্ভাব্য সব সুযোগই রয়েছে। লিগ শেষ হতে আর্সেনালের হাতে আর মাত্র এক ম্যাচ থাকলেও সিটির রয়েছে দুই ম্যাচ। এই জয়ে আগামীকাল টটেনহ্যাম সফরে পেপ গার্দিওলার সিটির উপর কিছুটা হলেও চাপ বাড়লো। আগামী রোববার প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে আর্সেনাল এভারটনকে আতিথ্য দিবে। সিটি খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে।
এদিকে আরো এক পরাজয়ে ইউনাইটেডের সামনে আগামী মৌসুমে ইউরোপীয়ান আসরে জায়গা ধরে রাখা আরো কঠিন হয়ে গেল। আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে এমনিতেই আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে মাঠে নেমেছিল এরিক টেন হাগের দল। এনিয়ে শেষ লিগ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে ইউনাইটেড। এখনো তারা নিউক্যাসল ও চেলসির থেকে তিন পয়েন্ট পিছিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। আগামী বুধবার নিউক্যাসলের মুখোমুখি হবে ইউনাইটেড। রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাইটন।