ক্রীড়া প্রতিবেদক
প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল পর্তুগাল। তবে ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরো নেশন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। দুই লেগ মিলিয়ে পর্তুগাল এগিয়ে গেছে ৫-৩ ব্যবধানে।
লিসবনে রোববার রাতে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে গিয়েছিলেন সিআর সেভেন। নিজেই স্পট কিক নেন। কিন্তু ডেনিস গোলরক্ষক ক্যাস্পার স্মেইসেলকে ফাঁকি দিতে পারেননি। পেনাল্টি মিস। তবে, পেনাল্টি মিস করাটাই যেন তাঁতিয়ে দিয়েছে রোনালদোকে।
এরপর তিনি অসাধারণ ফুটবল খেললেন। নিজে একটি গোল করেছেন। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফ্রান্সিসকো ত্রিনকাও’র জোড়া গোলে শেষ পর্যন্ত ফিরতি লেগে ডেনমার্ককে ৫-২ গোলে এবং দুই লেগে মিলে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো পর্তুগিজরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির।