ইতিহাস গড়তে যাচ্ছেন মাসফিয়া

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়তে যাচ্ছেন মাসফিয়া আফরিন। বাংলাদেশের টেনিসে সর্বপ্রথম কোন নারী অফিসিয়াল বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করতে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক মনোনয়ন পেয়েছেন। মাসফিয়া আফরিন আগামীকাল ভারত যাচ্ছেন। মাসফিয়া ০৬-১২ জানুয়ারী পর্যন্ত দিল্লীতে এবং ১৩-১৯ জানুয়ারী পর্যন্ত কোলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ২০ জানুয়ারী মাসফিয়া দেশে ফিরবেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৩-২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতের সিলভার বেজ রেফারী ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিশেক মূখার্জীর তত্ত্বাবধানে ‘ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুল’ এর আয়োজন করা হয়েছিল। অফিসিয়েটিং স্কুল এ অংশগ্রহণকারী ২২ জন অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন।

মাসফিয়া আফরিনকে আইটিএফ এর অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতার মাধ্যমে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের নতুন দিল্লী ও কোলকাতায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের নারী রেফারীর দ্বার উন্মোচিত হলো।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.