ইতিহাস গড়লেন আনচেলত্তি: ব্রাজিলের প্রথম বিদেশি কোচ

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ইতালির কিংবদন্তী কোচ কার্লো আনচেলত্তি আগামী মৌসুম থেকে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা করেছে। তারা আনচেলত্তিকে ফুটবলের একজন “কিংবদন্তী” হিসেবে উল্লেখ করেছে এবং তার নেতৃত্বে “সাফল্যের এক নতুন যুগের” সূচনা হবে বলে আশা প্রকাশ করেছে।

৬৪ বছর বয়সী এই ইতালিয়ান কোচ স্প্যানিশ ঘরোয়া লিগের মৌসুম শেষ হওয়ার পরেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন এবং ব্রাজিলের দায়িত্ব নেবেন। আগামী ২৬শে মে, রিয়াল মাদ্রিদের শেষ লিগ ম্যাচের ঠিক পরেই তিনি নতুন পদে যোগ দেবেন। বর্তমানে রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সেলোনার থেকে সাত পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ার ঈর্ষণীয়। ইউরোপের ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকা দীর্ঘ। তিনি রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন – দুবার এসি মিলানের সাথে এবং তিনবার রিয়াল মাদ্রিদের সাথে। এছাড়াও তিনি এই দুটি ক্লাব ছাড়াও চেলসি, প্যারিস সেন্ট জার্মেইন এবং বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া লিগের শিরোপা জিতেছেন।

এখন দেখার বিষয়, আনচেলত্তির এই বিশাল অভিজ্ঞতা এবং কৌশল ব্রাজিলিয়ান জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা। দীর্ঘ সময় ধরে বিশ্বকাপের শিরোপা খরায় ভোগা ব্রাজিলিয়ান সমর্থকরা নিশ্চয়ই নতুন কোচের অধীনে সোনালী দিনের প্রত্যাশায় থাকবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.