ক্রীড়া প্রতিবেদক
মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল টেস্টের পঞ্চম ও শেষ দিন। ১৭ রানের লিড নিয়ে শেষ দিনে খেলতে নামবে নিউজিল্যান্ড। তাদের হাতে আছে মাত্র পাঁচ উইকেট। টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান করেছে স্বাগতিকরা।
বাংলাদেশের লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নিউজিল্যান্ডকে অলআউট করে ছোট টার্গেটে ব্যাটিংয়ে নামা। টেস্টে এখন যা অবস্থা তাতে ড্রাইভিং সিটে আছে বাংলাদেশ। টাইগাররা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৫৮ রানে। ৬ উইকেটে ৪০১ রান নিয়ে আজ চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। ইয়াসির আলী ১১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। কিন্তু খুব বেশি লম্বা করতে পারেননি তাদের ইনিংস। মিরাজ ৪৭ ও ইয়াসির ২৬ রান করে আউট হয়েছেন।
পরের তিন ব্যাটারের কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। ৪৫৮ রানে অলআউট হয়ে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেশ চাপে আছে। ৫ উইকেটে ১৪৭ রান করেছে তারা। আউট হয়ে গেছেন টম লাথাম, ডেভন কোনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম ব্লানডেল। অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ৩৭ ও রাচিন রবীন্দ্র ৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল এবাদত হোসেন। নিউজিল্যান্ডের ৫ উইকেটের চারটিই তুলে নিয়েছেন তিনি।