ক্রীড়া প্রতিবেদক
স্কুল থেকে আগামী দিনের তারকা তুলে আনার লক্ষ্য। ঢাকার ইংলিশ মিডিয়াম আটটি স্কুল নিয়ে ঢাকার্স রাইজিং স্টার নামে নতুন টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা চৌধুরী ঢাকায় অবস্থানের সময় এই টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। আগামীকাল ফর্টিস গ্রাউন্ডে শুরু হচ্ছে খেলা। অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৪ এই দুই বিভাগে খেলা হবে। সপ্তাহে শুক্র ও শনি এই দুই দিন ম্যাচ থাকবে। ১০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফিফার নথিভূক্ত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া। জামাল বিশ্বাস করেন এই স্কুল টুর্নামেন্ট আগামী দিনের তারকা বের করে আনবে যারা জাতীয় দলে জায়গা করে নেবে।
সিটি ইন্টার স্কুল কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান সারতাজ ভূইয়া জানিয়েছেন, এই টুর্নামেন্টে পরে চট্টগ্রাম ও সিলেটের স্কুল অন্তর্ভূক্ত করা হবে। সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু উপস্থিত ছিলেন।