ক্রীড়া প্রতিবেদক
ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আজ জয় পেয়েছে। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে জিমি আশরাফুলরা। ম্যাচের ১২ মিনিটে লিড নেয় বাংলাদেশ। ফিল্ড গোল করেন রাসেল মাহমুদ জিমি। তবে সাত মিনিট পর আব্দুল্লাহ আকবরের গোলে সমতা আনে ইন্দোনেশিয়া।
এর পরই পেনাল্টি কর্ণার পায় বাংলাদেশ। আশরাফুল ইসলামের গোলে ম্যাচে আবারও এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ২৩ মিনিটে ইমনের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-১ করে বাংলাদেশ। তবে ৩৫ মিনিটে ইন্দোনেশিয়ার আরদাম গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সে সুযোগ আর দেন নি পুস্কর খিসা মিমো। ৫৮ মিনিটে তার ফিল্ড গোলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের ফলে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ম্যাচের আগে র্যাংকিংয়ের ২৯ এ ছিল বাংলাদেশ দল। ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো র্যাংকিংয়ের ২৭ এ উঠে আসল বাংলাদেশ। এশিয়া কাপের পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের মোকাবেলা করবে।