ক্রীড়া প্রতিবেদক
আগামী ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইন্দোনেশিয়ায় পৌছার পর এখন অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা। প্রীতি ম্যাচ থেকে আত্নবিশ্বাস মালয়েশিয়ায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল।
কিন্তু দলের সবার আত্নবিশ্বাসে পরিপূর্ণ হওয়াটা অতোটা সহজ না। একে তো ইন্দোনেশিয়া স্বাগতিক তারপর ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে। ইন্দোনেশিয়া ১৫৯তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৮তম। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে ভুল করার কোন সুযোগ নেই বলছেন মিডফিল্ডার সোহেল রানা।
সহকারী কোচ হাসান আল মামুনও বলছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ কঠিন হবে। তাই দলের দুর্বলতা কোথায় তা খুজে কাজ করা হচ্ছে। দ্বিতীয় দিনের অনুশীলনে আজ অনেক কাজই হয়েছে। দ্রুত কিভাবে কাউন্টার অ্যাটাকে যাওয়া যায় তার কৌশল শেখানো হয়েছে বলে জানিয়েছেন হাসান আল মামুন।