ক্রীড়া প্রতিবেদক
ফিফা প্রীতি ম্যাচ খেলতে গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌছার পর আজ প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকালে টিম হোটেলে জিম ও সুইমিংয়ের পর বিকেলে মাঠের অনুশীলনে নামেন ফুটবলাররা।
আগামী ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে এই ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা। ভ্রমন ক্লান্তি কাটাতে প্রথম দিনের অনুশীলনে রিকভারির উপর জোড় দেয়া হয়েছে বলে জানান হেড কোচ হেভিয়ের কেবরেরা।