ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবলের জন্য এটি অন্যরকম এক মুহূর্ত। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এর সাথে করমর্দন করছেন ফুটসালের ইরানী কোচ সাঈদ খোদারাহমি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো ফুটসালের আনুষ্ঠানিকতা শুরু করল। আপাতত লক্ষ্য এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্ব।
এশিয়ান কাপের বাছাই পর্বের জন্যই ইরানি কোচকে দায়িত্ব দেয়া হয়েছে। ফুটসালকে এগিয়ে নিতে আলাদা একটি কমিটিও করেছে বাফুফে। সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন ইমরানুর রহমান।
ফুটসালে বাংলাদেশের কোন জাতীয় দল ছিল না। এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে জাতীয় দল গঠনে দুই দিনের ট্রায়াল সম্পন্ন করেছে বাফুফে। সেখান থেকে নির্বাচিত ৫৩ জন নিয়ে কাজ করবেন ইরানি কোচ। দ্বিতীয় ধাপে ২৪ জন বাছাই করে পরে ১৪ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
বাংলাদেশ ফুটসাল মাত্র শুরু করলো। যেখানে বাংলাদেশে ফুটসাল এর কোন স্টেডিয়ামে নেই সেখানে ইরানি কোচ জানালেন তার দেশে রয়েছে এক হাজার ফুটসাল স্টেডিয়াম। ইরানে ফুটসালে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে অনূর্ধ্ব-১২ পর্যন্ত ফুটসাল প্রতিযোগিতা হয়।
বাফুফের নতুন কমিটির হাত ধরেই ফুটসালের যাত্রা হল। ফুটসালের উন্নয়নের বাফুফে সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। ধাপে ধাপে বাংলাদেশে ফুটসাল অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।
এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক ইরান মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সাত সেরা রানার্সআপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।