ক্রীড়া প্রতিবেদক
তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে আর্চারি। কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে তুরস্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রুপা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে খেলেছেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান। এই ইভেন্টে বাংলাদেশ ও তুরস্ক ছাড়া বাকি কোনো দেশের তিনজন আর্চার ছিল না।
তাই কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে শুধু বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বর্ণের লড়াই হয়। এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সৌদি আরবকে ৬-০ সেটে হারিয়ে এবং রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল।