এএফসি ওমেন্স এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতেছে চীন

ক্রীড়া প্রতিবেদক

১৫ বছর পর এএফসি ওমেন্স এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতল চীন। ফাইনাল ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৩-২ গোলে। এ নিয়ে ওমেন্স এশিয়ান কাপের নবম শিরোপা জিতল চীন। এশিয়াতে নারীদের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে কোন দেশ এর চেয়ে বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি।

এবারের টুর্নামেন্টের স্বাগতিক ছিল ভারত। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চীন ও দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় কোরিয়া। এরপর দ্বিতীয়ার্ধে তিন গোল করে শিরোপা জয় নিশ্চিত করে চীন। ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচের শেষ মুহূর্তে গোল করে শিরোপা জয়ের উৎসব করে চীন।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন মাহফুজা আক্তার কিরণ

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। খেলা শেষে বিজয়ী দলের কাছে ট্রফি তুলে দেন তিনি। বিদেশের মাটিতে এএফসি ওমেন্স এশিয়ান কাপের ফাইনালে বাংলাদেশের কারও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা গর্বের ব্যাপার। তবে মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এশিয়ার দলগুলো অনেক উন্নতি করেছে দেখে বেশি আনন্দিত তিনি। ভারত থেকে মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছি এজন্য আমি খুব বেশি আনন্দিত বা গর্বিত না। অবশ্যই ভালো লেগেছে। তবে আমি বেশি আনন্দিত এবং গর্বিত এজন্য যে, এশিয়ার নারী ফুটবলের অনেক উন্নতি হয়েছে। আমি প্রত্যেকটা ম্যাচ দেখেছি। প্রতিটা দলের পার্থক্য উনিশ আর বিশ। সব দিক দিয়ে সবাই উন্নতি করেছে। এটা এশিয়ার নারী ফুটবলের জন্য খুব ভালো একটা দিক।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.