এএফসি কাপে বসুন্ধরার শুভ সূচনা

মো: শফিকুল আলম

এএফসি কাপে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশান ক্লাবকে। একই গ্রুপে দিনের প্রথম ম্যাচে দুই ভারতীয় ক্লাবের লড়াইয়ে গোকুলাম কেরালা ৪-২ গোলে হারিয়েছে এটিকে মোহনবাগানকে।

মাজিয়াকে শুরু থেকেই চাপে রাখার চেষ্টা করে বসুন্ধরা কিংস। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে কিংসরা। ম্যাচের ১১ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বসুন্ধরা কিংস। রবসনের শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। এরপর ইব্রাহিম ফাকা পোস্ট পেয়েও  বল পাঠিয়ে দেন উপর দিয়ে। ২৫ মিনিটে সুযোগ এসেছিল মাজিয়ার সামনেও। কিন্তু প্রস্তুত ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। এক মিনিট পর বসুন্ধরা কিংসের নোহা মারং গোল করার মতো জায়গায় চলে গিয়েছিলেন। কিন্তু তিনি বলের নাগাল নেওয়ার আগেই মাজিয়ার গোলকিপার কিরণ কুমার লিম্বু দলকে বিপদমুক্ত করেছেন।

৩৩ মিনিটে লিড নেয় বসুন্ধরা কিংস। গোল করেন বসুন্ধরার গাম্বিয়ার ফুটবলার নুহা মারং। মাজিয়ার গোলকিপারকে কোন সুযোগ না দিয়ে লং বলে বাউন্স করা বলে হেডে গোল করেন তিনি। ম্যাচের ৭৭মিনিটে বেশ ভালো একটা সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। সুমন রেজা থেকে বল পেয়ে গিয়েছিলেন মিগেল। কিন্তু তিনি যে শটটা নিলেন তাতে বিট করতে পারেননি মজিয়ার গোলকিপার কিরণ কুমার লিম্বুকে।

৮৫ মিনিটে মাজিয়ার হামজা গোল করার মতো জায়গায় চলে গিয়েছিলেন। কিন্তু প্রস্তুত ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করে বসুন্ধরা কিংস। বসুন্ধরা তাদের পরের ম্যাচ খেলবে আগামী শনিবার এটিকে মোহনবাগানের বিপক্ষে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.