ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘এএফসি গ্রাসরুটস্ ফুটবল ডে আজ ঢাকাসহ সাতক্ষীরা, শেরপুর ও পটুয়াখালী জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকা ও আশে পাশের জেলার বাফুফে এ্যাফিলিয়েটেড ২০টি ফুটবল একাডেমী’র প্রায় ২০০ জন কিশোর ফুটবল খেলোয়াড়ের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফ মাঠে ‘এএফসি গ্রাসরুটস্ ফুটবল ডে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়গণের মাঝে টি-শার্ট, সার্টিফিকেট ও রিফ্রেশমেন্ট বিরতণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ আমের খান, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হ্যাভিয়ের কাবরেরা সহ জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল স্টাফবৃন্দ এবং বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্যগণ।