এক্সিম ব্যাংক জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

ক্রীড়া প্রতিবেদক

এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ফাইনাল ম্যাচে তারা হারিয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে। এবার জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যশোর জেলার শামসুল হুদা স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩০-১৯ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে। বিজয় দল প্রথমার্ধে ১৮-১১ গোলে এগিয়ে ছিল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের আলপনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। সভাপতিত্ব করেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.