এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারাল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পর শেষ মুহূর্তের স্নায়ুর চাপের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল জাকের আলীর দল। লক্ষ্য খুব বড় ছিল না, ১৪৮ রানের। কিন্তু আরও একবার সমর্থকদের শ্বাসবন্ধ করা পারফরম্যান্স বাংলাদেশের। হারের শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া।

শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও ধারাবাহিক বাংলাদেশ। প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে জাকের আলি অনিকের দল।

টস জিতে আফগানদের আগে ব্যাটে পাঠান টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসে দ্বিতীয় ওভারে ফিরে যান তানজিদ তামিম। ৭ বলে ২ রান করেন। ৩.১ ওভারে ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ইমন ফেরেন ২ রান করে। ৪.৪ ওভারে দলীয় ২৪ রানে সাইফ ফিরে যান। ১ চার ও ২ ছক্কায় ১৪ বলে ১৮ রান করেন।

১০২ রানে পঞ্চম উইকেট হারানোর পর নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান মিলে যোগ করে ১৭ বলে ২০ রান। ১২২ রানে নাসুম বোল্ড হয়ে ফেরেন ১১ বলে ১০ রান করে। ১২৭ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে সাইফউদ্দিন ফিরে যান। এরপর রিশাদ নেমেই ফিরে যান।

১২৯ রানে অষ্টম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে শরিফুলকে নিয়ে জয় নিশ্চিত করেন সোহান। শরিফুল ৬ বলে ১১ এবং সোহান ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.