ক্রীড়া প্রতিবেদক
ওপেনার লিটন দাসের সেঞ্চুরি ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের হাফ-সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৮৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিলো টাইগাররা।
এই নিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে ২৯তম দ্বিপাক্ষীক সিরিজ জিতলো বাংলাদেশ। এ ছাড়া দ্বিতীয়বারের মত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায়, ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও ৪ হারে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো বাংলাদেশ। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল ইংল্যান্ড। আর ৮ খেলায় ৬ জয় ও ২ হারে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আফগানিস্তান।
প্রথমে ব্যাট করে লিটনের ১৩৬ ও মুশফিকের ৮৬ রানের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে ২১৮ রানে অলআউট হয় আফগানিস্তান। ম্যাচ সেরা হন লিটন। আগামী ২৮ মার্চ চট্টগ্রামেই হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।