এটিই বাংলাদেশের সবচেয়ে ভারসাম্য পূর্ণ দল: হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

নিজ দলে অতিরিক্ত ব্যাটার-বোলার থাকায় বাংলাদেশ দল বেশ ভারসাম্যপূর্ণ। যে কারণে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন সেশন শেষ হবার পর সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘আমরা অনেক পেসার নিয়ে এসেছি এবং ভালো মানের পেস বোলার পেয়েছি। আমরা সত্যিই ভালো অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি ব্যাটিংও ভালো। দু’টি কারণে আমাদের ব্যাটিং গভীরতা আছে। এক, আমাদের দুই স্পিনার স্বীকৃত ব্যাটার। যাদের টেস্ট সেঞ্চুরি আছে। এরপর দুই উইকেটরক্ষক, যারা আমাদের প্রধান ব্যাটার। তাই এই সিরিজের জন্য দলের ভারসাম্য সত্যিই ভালো এবং এটি আসলে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দিচ্ছে। যাতে আমরা সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১১টিতে ভারতের জয় ও ২টি টেস্ট ড্র হয়। বৃষ্টির কারনে বেশিরভাগ সময় খেলা না হওয়ায়, ড্র হয়েছিলো টেস্ট দু’টি। তবে এবার ভারতের বিপক্ষে প্রথম জয়ের ব্যাপারে দলের সকলেই আত্মবিশ্বাসী। কিন্তু কাজটি কঠিন হবে। কারন ৪ হাজার দিন ধরে ঘরের মাঠে কোন টেস্ট সিরিজ হারেনি ভারত। গত ১২ বছরে ঘরের মাঠে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতেছে। এই সময় মাত্র চারটি টেস্ট ম্যাচ হেরেছে ভারত।

ভারত মাটিতে খেলাটা কঠিন হলেও, সদ্যই পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি, এই সময়ে এটিই বাংলাদেশের সবচেয়ে ভারসাম্য পূর্ণ দল। পাকিস্তানের বিপক্ষে পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে পারলে ভারত সফর থেকে সাফল্য পাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। সিরিজের ফলাফলের কারণে নয়, আমরা ঐ সিরিজে যেভাবে খেলেছি, বেশ কিছু পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছিলাম। আমরা দুই টেস্ট ম্যাচেই ব্যাকফুটে ছিলাম। এরপর আমরা ঘুড়ে দাঁড়িয়েছি এবং বিভিন্ন সময়ে অনেকেই অবদান রেখেছে। যা এই সিরিজে আমাদের অনেক আত্মবিশ্বাস দিচ্ছে।’

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.