এফএ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টার সিটিকে ফাইনালে ২-১ গোলে পরাজিত করে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের ভবিষ্যত কিছুটা হলেও স্বস্তি ফিরে পেল কিনা তা সময়ই বলে দিবে।

বাজে একটি মৌসুম কাটানোর কারনে ওয়েম্বলির এই ফাইনালের আগেই টেন হাগকে নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ফেবারিট সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা শেষ পর্যন্ত ঘরে তোলায় ইউনাইটেড কর্তৃপক্ষ হয়তো দ্বিতীয়বার টেন হাগকে নিয়ে ভাববেন, এমনই আশা করছেন সংশ্লিষ্টরা।

টানা দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগ ও এফএ কাপের ডাবল শিরোপা জয়ে সিটিই সুস্পষ্ট ফেবারিট ছিল। কিন্তু পেপ গার্দিওলার দলের বিপক্ষে নিজেকে প্রমানের ঠিকই পথ খুঁজে নিয়েছেন টেন হাগ। প্রথমার্ধে আলেহান্দ্রো গারাঞ্চো ও কোবি মেইনুর গোলে আট বছরে প্রথমবারের মত ইউনাইটেডের এফএ কাপ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ৮৭ মিনিটে জেরেমি ডকু আন্দ্রে ওনানার পাশ দিয়ে বল জালে জড়ালে সিটি শিবিরে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু শেষ পর্যন্ত এই গোল খুব একটা কাজে আসেনি।

মৌসুমের প্রায় পুরোটা সময়ই নিজেদের প্রমানে ব্যর্থ হওয়া ইউনাইটেডের হয়ে টেন হাগের দুই বছরের মেয়াদ হয়তো প্রায় শেষের পথে পৌঁছে গেছে। এফএ কাপের শিরোপা জয়ের পরও শেষ পর্যন্ত যদি তাকে বিদায় নিতেই হয় তবে সেটা সতীর্থ ডাচম্যান লুইস ফন গালের ওল্ড ট্রাফোর্ড থেকে বিদায়ের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসবে। ২০১৬ সালে সাবেক কোচ ফন গালের অধীনে ইউনাইটেড ক্রিস্টাল প্যালেসকে হারিয় এফএ কাপের ফাইনালে জয়ী হবার দুইদিন পর ক্লাব থেকে তাকে ছাঁটাই করা হয়েছিল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.