ক্রীড়া প্রতিবেদক
সিনিয়র পর্যায় বা বয়স ভিত্তিক সব পর্যায়েই একের পর এক সাফল্য ঘরে তুলছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব ১৭ দলের পালা। আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপ।
বাংলাদেশ, স্বাগতিক ভুটান, ভারত ও নেপাল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিটি দলই একে অন্যের সাথে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে এবং অধিনায়কের দায়িত্ব পালন করবেন অর্পিতা বিশ্বাস।
এই টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন না পিটার বাটলার। হেড কোচের দায়িত্ব পালন করবেন মাহবুবুর রহমান লিটু। টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য বলছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ। বাংলাদেশের যে দল তা নিয়ে আশাবাদী হেড কোচ মাহবুবুর রহমান লিটু।
এদিকে ২০১৮ সাল থেকে নারী দলের পাশে স্পন্সর হিসেবে আছে ঢাকা ব্যাংক। নারী দলের একের পর এক সাফল্যের ঢাকা ব্যাংক গর্বিত বলে জানিয়েছেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান পলাশ।