ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ায় পা রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপের খেলার সুযোগ পেয়ে এখন বিশ্বকাপের হাতছানি বাংলাদেশ দলের সামনে। আগামী বছর অস্ট্রেলিয়ায় ১ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। এই টুর্নামেন্ট ২০২৭ নারী বিশ্বকাপ ফুটবলেরও বাছাই পর্ব। এশিয়ান কাপের সেরা ছয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এছাড়া এশিয়ান কাপে সপ্তম বা অষ্টম হতে পারলেও আন্ত: মহাদেশীয় প্লে অফ খেলে ২০১৭ বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে।
এখানেই শেষ নয়, এশিয়ান কাপ ফুটবলের আট কোয়ার্টার ফাইনালিস্ট ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে নারী ফুটবলের বাছাই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। দারুন সব সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ দলের সামনে। এই সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এশিয়া কাপের আগে দলকে প্রস্তুত করতে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলানোর পরিকল্পনা কথা জানিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাংলাদেশ এশিয়া কাপে খেলবে। এটা ছিল স্বপ্ন। সে স্বপ্ন এখন বাস্তবে ধরা দিয়েছে। এবার বিশ্বকাপে খেলার বড় স্বপ্ন।