ক্রীড়া প্রতিবেদক
কিছু দিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার তাদের সামনে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্বের মিশন। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে শনিবার লাওসে যাচ্ছে পিটার বাটলারের দল।
আজ (বৃহস্পতিবার) বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘আমরা সেখানে ভালো খেলে কোয়ালিফাই করার জন্যই যাচ্ছি। আমরা টানা খেলার মধ্যে আছি। সাফে সবাই গেম টাইম পেয়েছে। আমরা এশিয়ান কাপ বাছাইয়ে যারা খেলেছি, তারা কিছুটা বিশ্রাম নিয়েই খেলেছি। ফলে তেমন ক্লান্তি নেই।’
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া ফেভারিট। স্বাগতিক লাওস ও তিমুর অন্য দুই প্রতিপক্ষ। বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়ার গ্রুপে পড়ায় বাংলাদেশের চোখ সেরা তিন রানার্সআপে।