ক্রীড়া প্রতিবেদক
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত একটি মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তার স্বীকৃতি স্বরূপ মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।
যদিও চোটের কারণে মৌসুমের সবগুলো ম্যাচ খেলতে পারেননি মেসি। পায়ের ব্যথা, মাংসপেশিতে টান, জাতীয় দল আর্জেন্টিনার খেলা থাকা আর কোপা আমেরিকা ফাইনালের পাওয়া সেই অ্যাঙ্কেলের চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
এমএলএসে এবারের মৌসুমে ৩৪ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন মেসি। তাতে গোল করেছেন ২০টি, করিয়েছেন আরও ১৬টি। রেগুলার সিজনে রেকর্ড ৭৪ পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল, জিতেছে সর্বোচ্চ পয়েন্টের সাপোর্টার্স শিল্ড। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন মেসি।