ক্রীড়া প্রতিবেদক
শুরু হয়েছে এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা। বাংলাদেশ টেনিস ফেডারেশন ও জেলা প্রশাসন ময়মনসিংহের ব্যবস্থাপনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই টুর্নামেন্ট। রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্স বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগামীকাল সকাল থেকে উন্মুক্ত ইভেন্টের খেলা জাতীয় টেনিস কমপ্লেক্স এবং সিনিয়র ইভেন্টের খেলা ময়মনসিংহ ক্লাবে শুরু হবে। ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা হতে সিনিয়র পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরি এবং উন্মুক্ত পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত সব মিলে ৩৩৭ জন খেলোয়ার অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আখতার আসিফ, টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন)। ৪ জুলাই শেষ হবে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা।