ক্রীড়া প্রতিবেদক
এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি নাটক। মৌসুমের শেষ ক্লাসিকোতেও এর ব্যতিক্রম হয়নি। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ইনজুরি টাইমে জুড বেলিংহামের গোলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে লা লিগা শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ১১ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে বার্সেলোনাকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে গ্যালাকটিকোরা।
মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ইংলিশ মিডফিল্ডারের ভূয়শী প্রশংসা করেছেন। মৌসুমের এই সময়ে এসে এই ধরনের জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে মাদ্রিদকে। দুইবার পিছিয়ে থেকেও ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস ভাসকুয়েজের গোলে দারুনভাবে ম্যাচে ফিরে আসে মাদ্রিদ। আন্দ্রেস ক্রিস্টেনসেন প্রথমার্ধে ও ফারমিন লোপেজ দ্বিতীয়ার্ধে দুইবার বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিল। এরপর যোগ হওয়া সময়ে বেলিংহামের গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে পরাজিত হয়ে বিদায় নেবার পর দারুন এক লড়াই উপহার দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বেলিংহামের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। সপ্তাহের মাঝামাঝিতে ম্যানচেস্টার সিটিকে হারিয় শেষ চার নিশ্চিত করা মাদ্রিদ ঐ একই গতি নিয়ে কাল মাঠে নেমেছিল। ঘরের মাঠে মৌসুমের শেষ ক্লাসিকো রাঙাতে কোন কার্পণ্য করেনি আনচেলত্তি শিষ্যরা। ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে প্রথম ক্লাসিকোতে জোড়া গোল করেছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই খেলোয়াড় এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় চলতি মৌসুমে ২১ গোল করেছেন।
এর আগে দিনের শুরুতে আলাভেসের কাছে ২-০ গোলে হেরে শীর্ষ চারে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। টেবিলের চতুর্থ স্থানে থাকা দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো পঞ্চম স্থানে থাকা এ্যাথলেটিক বিলবাওয়ের থেকে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে।