ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আগামী বছর ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ ফুটবলের ১৯ তম আসর। ১৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এর বাছাই এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ ও ভারত পড়েছে সি গ্রুপে।
এই গ্রুপের বাকি দুই দল হচ্ছে হংকং ও সিঙ্গাপুর। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ গ্রুপের প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। এক বছরের মধ্যে এই ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বছর ২৫ মার্চ বাংলাদেশ ও ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঘরের মাঠে হংকং এর বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ১৪ অক্টোবর হংকং গিয়ে ম্যাচ খেলবে। ঘরের মাঠে বাংলাদেশ ও ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। গ্রুপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। বাংলাদেশ দল সিঙ্গাপুরে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে।
গ্রুপ চূড়ান্ত হওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। কোচের দৃষ্টিতে সি গ্রুপ চ্যালেঞ্জিং হলেও আকর্ষণীয়। বাংলাদেশ দলের হেড কোচ বলছেন ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। হোম এডভান্টেজ পুরোপুরি কাজে লাগাতে চান তিনি।