ক্রীড়া প্রতিবেদক
তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫ (৮-১৪ নভেম্বর)-এর এবারের আসরে ৩০টি দেশের আরচ্যাররা অংশ নিবেন। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে মোট ১০টি ইভেন্টে হবে পদকের লড়াই। সব মিলিয়ে ২০৯ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে ১১৯ পুরুষ ও ৯০ মহিলা আরচ্যার। রিকার্ভ ইভেন্টে ১১৭ ও কম্পাউন্ড ইভেন্টে ৯২ জন আরচ্যার অংশ নিবেন।
চ্যাম্পিয়নশিপসএর পাশাপাশি ৮ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কংগ্রেস ও নির্বাচন। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এশিয়ান আরচ্যারী ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করছেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস এবং কংগ্রেস নিয়ে কথা বলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।
সভাপতি ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, ‘এবার যে আর্চারির কংগ্রেস হবে। উনি (কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল) যদি ইলেক্টেড হন, তাহলে দক্ষিণ কোরিয়া থেকে এশিয়ান আরচ্যারীর অফিস চার বছরের জন্য বাংলাদেশে আসবে। আমরা খুব আশাবাদী।’
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘ফিলিস্তিনের অসহায়ত্বের কথা আপনারা জানেন। অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে আনার ব্যবস্থা করছি তাদের। লেবানন, সিরিয়া আছে, ইয়েমেন আছে, আরও অনেক দেশ আছে তাদের এলওসির মাধ্যমে বিশেষ প্রনোদনা দিয়ে আনা হচ্ছে। এবার যদি আমাদের ভালো সাফল্য আসে, তাহলে আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আমরা চাই সুন্দর একটা চ্যাম্পিয়নশিপস আয়োজন করতে।”
‘আমরা যখন ২০২৩ সালে ব্যংককে বিড করি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও চীন। ভারত আমাদের ছেড়ে দিয়েছিল। চীন অনেক শক্তিশালী দেশ, ওরা সব কিছু পারে, ওদের সবকিছু আয়োজনের সামর্থ্য ভালোভাবে আছে, কিন্তু ভোটাভুটিতে আমরা বেশি ১৪-১০ ভোট পেয়ে এই আসরের আয়োজক হয়ে গেলাম।’
‘সবার অনুরোধে আমি এবার সভাপতি পদে দাঁড়িয়েছি। এর আগে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলাম সর্বোচ্চ ভোট পেয়ে। সবার সহযোগিতা পেলে, দোয়া পেলে আশা করি, এবার এশিয়ার সভাপতি হতে পারব, ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন।’

