এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের সুপার ফোরে খেলতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে কাঙ্খিত জয়টা পেয়েছে বাংলাদেশ। তানজিদের ফিফটিতে দেড়শতাধিক রানের সংগ্রহ গড়ার পর মোস্তাফিজ-নাসুমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ রানে জিতেছে বাংলাদেশ।

গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশের পয়েন্ট এখন চার। রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে ২ জয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে শ্রীলঙ্কা। আর ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা জিতলে অথবা ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় রানরেটের হিসেব কষতে হবে। যেখানে বেশ পিছিয়ে টিম টাইগার্স।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে নেমে ২০ ওভারে ১৪৬ রানে সবকটি উইকেট হারিয়ে থামে আফগানিস্তান।

রানতাড়ায় নেমে লড়াইটা জমিয়েছিল আফগানিস্তান ব্যাটাররা। অলরাউন্ডর আজমতউল্লাহ ওমরজাই ভালো করেছেন। ১ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৩০ রান করেন। ২টি করে চার ও ছক্কায় ৩১ বলে ৩৫ রান করে রহমানুল্লাহ গুরবাজ। ২ চার ও ১ ছক্কায় রশিদ খান করেন ১১ বলে ২০ রান। এছাড়া গুলবাদিন নাইব ১৪ বলে ১৬ বলে এবং মোহাম্মদ নবী ১৫ বলে ১৫ রান করেন। শেষ দিকে ৯ বলে ১৪ রান করেন নূর আহমেদ। বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩ উইকেট নেন। নাসুম, তাসকিন ও রিশাদ নেন দুটি করে উইকেট।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.