ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪১ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেছে। যার অর্থ আরও একবার ভারতের মুখোমুখি হতে হবে তাদের।
ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলায়নি দুই দল। পাকিস্তানের দাবি, ম্যাচ রেফারি পাইক্রফট ভারতের পক্ষ নিয়ে হাত না মেলাতে বলেন দুই দলকে। যে কারণে পাইক্রফটকে প্রত্যাহার চেয়ে টিম হোটেলে এক ঘণ্টার বেশি অবস্থান করে। এতে ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।
দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের ব্যাটাররা স্বাভাবিক ব্যাটিং করতে পারছিলেন না। ওপেনিং জুটি ভাঙে তিন রানে। সংগ্রাম করেও থিতু হতে পারেননি শাহিবজাদা ফারহান। ফখর জামান ও সালমান আঘা ৬১ রানের জুটি গড়েন। সালমান ২৭ বলে ২০ রান করেন। ৩৬ বলে ৫০ রান ফখরের। ৮৬ রানে চার উইকেট হারালেও মোহাম্মদ হারিস ১৮ আর শাহীন শাহ আফ্রিদি ১৪ বলে হার না মানা ২৯ রানের ঝড়ো ইনিংস খেলায় ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
জবাব দিতে নেমে ভালো শুরু পেলেও ১০৫ রানে গুটিয়ে যায় আমিরাত। শাহীন শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ দুটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্স করা আফ্রিদি হন ম্যাচসেরা।

