ক্রীড়া প্রতিবেদক
আসন্ন এশিয়া কাপের শুরুতে ভারতের জার্সিতে থাকছে না কোন স্পন্সর। তবে এশিয়া কাপ চলাকালীন জার্সিতে নতুন স্পন্সর যুক্ত হতে পারে।
ভারতের জার্সিতে স্পন্সর হিসেবে ছিল ড্রিম ইলেভেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি পরিষ্কার করেছে যে, তারা বেটিং, ক্রিপটো কারেন্সি এবং তামাক সংক্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সর সংক্রান্ত চুক্তি করবে না। এছাড়া ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোমল পানীয়, ফ্যান, মিক্সার, ইনসিওরেন্স কোম্পানির সঙ্গেও চুক্তি করবে না বিসিসিআই।
অনলাইন বেটিং সংক্রান্ত প্রতিষ্ঠান হওয়ায় ড্রিল ইলেভেন বিসিসিআই-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে। ২০২৬ সাল পর্যন্ত ড্রিল ইলেভেনের সঙ্গে প্রায় ৩৮০ কোটি রুপির চুক্তি ছিল। বিসিসিআই জানিয়ে দিয়েছে, নতুন যারা স্পন্সরের জন্য আবেদন করবে তাদের অন্তত ৩০০ কোটি রুপির সম্পত্তি থাকতে হবে।
বিসিসিআই ভারতের জার্সির স্পন্সর হওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর হতে পারে সম্ভাব্য নিলাম। ওদিকে এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর প্রথম ৭ দিন ভারতের জার্সিতে স্পন্সর না থাকলেও পরের ১১ দিন দেখা যেতে পারে নতুন স্পন্সর।