এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ২০ সদস্যের দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক

ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আগামী ১৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান পর্যায়ে হকির বড় এই আসর। টুর্নামেন্টের ভেন্যু মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারত তাদের মিশন শুরু করবে ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৫ ডিসেম্বর ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। ১৭ ডিসেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের। এর পরদিন ভারতের ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। আর ১৯ ডিসেম্বর জাপানের মুখোমুখি হবে ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ ২২ ডিসেম্বর।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গত আসল হয়েছিল ওমানের মাসকাটে। ওই আসরে পাকিস্তানের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রচুর বৃষ্টিপাতের কারণে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ঢাকায় অনুষ্ঠেয় এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের নেতৃত্ব দেবেন মানপ্রীত সিং। সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে হারমানপ্রীত সিং কে।

ভারতের কোচ গ্রাহাম রেড জানিয়েছেন, ‘ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের দল নির্বাচন করেছি। এই দলে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল রয়েছে। আমরা চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছি’।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির এটি ষষ্ঠ আসর। ছয় দলের এই টুর্নামেন্টের বাংলাদেশ ও ভারত ছাড়া বাকি চার দল হচ্ছে জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.