ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ভলিবল চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ জয় পেলেও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপে হেরে গেছে বাংলাদেশ দল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ (২৫-১৪, ২৫-১৯, ২৫-২২) সেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন হরষিত বিশ্বাস। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল ছেলেরা।
ম্যাচ শেষে অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘আমরা দুই ম্যাচ জিতেছি। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। টানা দুই জয়ে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মালদ্বীপের বিপক্ষে তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ, এই সেটে কোচ নতুন কিছু খেলোয়াড়কে পরখ করেছেন, কেননা আমাদের পরের ম্যাচ রোববার শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। ওরা অনেক শক্তিশালী দল। গত এসএ গেমসে আমরা ওদের বিপক্ষে মাত্র একটা সেট জিততে পেরেছিলাম। এবার যেহেতু আমাদের নিজেদের মাঠে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে এবার আমাদের জয়টা দরকার।
এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপেনিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে (২৫-১১, ২৫-১৫, ২৫-১৪) হেরেছে মেয়েরা। উদ্বোধনী ম্যাচে তারা কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল।