ক্রীড়া প্রতিবেদক
আগামী ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এ এইচ এফ কাপ হকি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল। আগামীকাল রাতে জাকার্তার উদ্দেশ্যে বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করবে।
এই টুর্নামেন্ট উপলক্ষে আজ সকালে তেজগাঁও এ বিমান বাহিনীর ফ্যালকন হলে ফটোসেশান, মিট দ্য প্রেস ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত) গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আবু জাফর চৌধুরী।
দশ দল নিয়ে হবে এ এইচ এফ কাপ হকি প্রতিযোগিতা। বাংলাদেশ খেলবে পুল বি’তে। সেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও সিঙ্গাপুর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ মার্চ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই টুর্নামেন্ট এশিয়া কাপ হকির বাছাইপর্ব। বাংলাদেশ এ এইচ এফ কাপ হকির সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতেছে। বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ।