ক্রীড়া প্রতিবেদক
এএইচএফ কাপ হকিতে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাল বাংলাদেশ। টানা চতুর্থবারের মতো শিরোপা জিতলো লাল সবুজের প্রতিনিধিরা। ইন্দোনেশিয়ায় আজ ফাইনাল ম্যাচে ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।
পুরো টুর্নামেন্টেই দাপটের সাথে খেলেছে বাংলাদেশ। তবে জিমিদের মূল বাঁধা ছিল ওমানই। ফাইনালের আগে একই পুলে খেলেছে দু’দল। সেই ম্যাচ ৩-২ গোলে জিতেছিল বাংলাদেশ। ফাইনালেও দু’দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টি শ্যুটআউটে ওমানকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।
ম্যাচের ১৪ মিনিটে সোহানুর রহমান সবুজের গোলে এগিয়ে যায় লাল সবুজরা। তবে ১৯ মিনিটে ওমান ম্যাচে সমতা আনে আল ফাহাদের গোলে। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শ্যুটআউটে। আর সেখানে বাজিমাত করে বাংলাদেশ।