ক্রীড়া প্রতিবেদক
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের সামনে সুযোগ ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। তবে সেটি হতে দেয়নি কিউইরা। ৪৩ রানের জয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটা ছিল বৃষ্টিবিঘ্নিত। টস হয়েছে একঘণ্টা বিশ মিনিট দেরিতে। তাতে ম্যাচের পরিধি নেমে আসে ৪২ ওভারে। টস হেরে নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করে ৮ উইকেটে সংগ্রহ করে ২৬৪ রান। জবাবে ২২১ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
প্রথম দুই ম্যাচের মতো একই দৃশ্য মঞ্চস্থ হয়েছে। পুরো সফরেই কিউই বোলিংয়ের বাউন্স আর মুভমেন্টে খেই হারায় সফরকারীদের ব্যাটিং। এদিনও পাকিস্তানের ব্যাটারদের বেপরোয়া শট দলকে বিপদে ফেলে। বেন সিয়ার্স ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। যার ৪টিই পড়েছে শর্ট পিচ ডেলিভারিতে। সিরিজ সেরাও তিনি। সতীর্থ জ্যাকব ডাফি ৪০ রানে নিয়েছেন ২টি উইকেট। সফরকারীদের মাঝে আশার সঞ্চার করা মোহাম্মদ রিজওয়ানের (৩৭) উইকেটটিও নিয়েছেন তিনি। পাকিস্তানের ইনিংসের টপ স্কোরার ছিলেন বাবর আজম। ৫৮ বলে ৫০ রান করেছেন তিনি। ওপেনার আব্দুল্লাহ শফিক শ্লথ গতির ব্যাটিংয়ে ৫৬ বলে করেছেন ৩৩ রান।