ওয়াশিংটনে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র, ঘোষণা দিলেন ট্রাম্প

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে রেখেই ট্রাম্প জানান, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে বিশ্বকাপ ড্র।

বিশ্বকাপের আগে ফিফার কর্মকর্তা কিংবা কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা ট্রফিটি ছুঁতে পারেন। সেই সংস্কার ভেঙে গতকাল বিশ্বকাপ ট্রফি ট্রাম্পের হাতে তুলে দেন ফিফা সভাপতি। ওই সময় ইনফান্তিনো বলেন, ‘কেবল বিজয়ীরা এটি হাতে নেয়।’ এরপর তিনি বলতে থাকেন, ‘ফিফা প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট এবং যারা চ্যাম্পিয়ন হয় তারাই এটি স্পর্শ করতে পারে। কারণ এটি কেবল বিজয়ীদের জন্য। যেহেতু আপনিও একজন বিজয়ী, তাই অবশ্যই ট্রফিটি ছুঁতে পারবেন।’

এ সময় একটি মজার দৃশ্যও ধরা পড়ে। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ট্রাম্প মজা করে বলেন, ‘আমি কি এটা রেখে দিতে পারি?’ তখন সমস্বরে হেসে উঠেন সেখানে উপস্থিত সকলেই। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেশ ভারী এটা। খুব সুন্দর একটা স্বর্ণের টুকরো।’ মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্বকাপের আয়োজক হওয়াটা সম্মানের জানিয়ে ট্রাম্প বলেন, ‘অসাধারণ মানুষের এই গ্রুপের সঙ্গে বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারা অনেক বড় সম্মানের বিষয় এবং এখানে অবিশ্বাস্য সব অ্যাথলেটরা খেলেন। বিশ্বের সবচেয়ে সেরা অ্যাথলেটরা–আমাদের রাজধানীর সাংস্কৃতিক কেন্দ্রে আসবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে সবচেয়ে বৃহৎ এবং খেলার ইতিহাসে সবচেয়ে জটিল ও রোমাঞ্চকর প্রতিযোগিতা। কেনেডি সেন্টার আসন্ন বিশ্বকাপ ড্রয়ের বিস্ময়কর কিক-অফ করবে।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.